চুরি | Theft | Section 379 to 382
দন্ড বিধির ধারা-৩৭৮, “চুরি” একটি আমলযোগ্য অপরাধ, অর্থাৎ পুলিশ ম্যজিস্ট্রেটের নির্দেশ ব্যাতীত উক্ত অপরাধে জড়িত ব্যক্তিকে গ্রেফতার কিংবা উক্ত বিষয়ে তদন্ত করতে পারবেন। অমলযোগ্য অপরাধ হওয়ার পাশাপাশি চুরি একটি জামিন অযোগ্য অপরাধ ও বটে।
অপরাধ টির কিছু উপাদানঃ
১। অসৎ উদ্দ্যেশ্য বিদ্যমান থাকতে হবে ।
২। অস্থাবর সম্পত্তি হতে হবে।
৩। অনুমতি ব্যতীত অন্যের সম্পত্তির স্থানান্তর
।
৪। প্রকৃত মালিকের দখলের বাইরে হতে হবে ।
Ø ✔ দন্ড বিধির ধারা-৩৭৯ অনুযায়ী চুরির শাস্তি হচ্ছে, সর্বোচ্চ ৩ বছরের কারাদন্ড অথবা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন।
Ø ✔ দন্ড বিধির ধারা ৩৮০ অনুযায়ী যদি চুরি বাস্থান অথবা কোন পাত্র থেকে করা হয় সেক্ষেত্রে সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিত হইবেন।
Ø ✔ দন্ড
বিধির ধারা ৩৮১ অনুযায়ী কর্মচারী বা চাকর যদি তার মালিকের সম্পত্তি চুরি করেন তাহলে
তিনি সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিত হইবেন।
Ø ✔ দন্ড বিধির ধারা ৩৮২ অনুযায়ী চুরি করার উদ্দ্যেশে, কারো মৃত্যুর ঘটানোর, আঘাত, কিংবা আটকের প্রস্তুতি নিয়ে চুরি করা হলে, উক্ত ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিত হইবেন।
|
ধারা |
অপরাধের প্রকৃতি |
শাস্তি (দন্ডবিধি/পেনাল
কোড, ১৮৬০ অনুযায়ী) |
|
৩৭৯ |
চুরির শাস্তি |
সর্বোচ্চ ৩
বছরের কারাদন্ড অথবা অর্থদন্ড অথবা উভয় দন্ড |
|
৩৮০ |
বাসস্থান অথবা
কোন পাত্র (সম্পত্তি সংরক্ষণের স্থান) থেকে চুরি |
সর্বোচ্চ
৭ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড |
|
৩৮১ |
কর্মচারী বা
চাকর দ্বারা তার মালিকের সম্পত্তি চুরি |
সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড |
|
৩৮২ |
কারো মৃত্যুর
ঘটানোর, আঘাত, কিংবা আটকের প্রস্তুতি নিয়ে চুরি |
সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং
অর্থদন্ড |
Post a Comment