Recent

চুরি | Theft | Section 379 to 382

দন্ড বিধির ধারা-৩৭৮, “চুরি” একটি আমলযোগ্য অপরাধ, অর্থাৎ পুলিশ ম্যজিস্ট্রেটের নির্দেশ ব্যাতীত উক্ত অপরাধে জড়িত ব্যক্তিকে গ্রেফতার কিংবা উক্ত বিষয়ে তদন্ত করতে পারবেন। অমলযোগ্য অপরাধ হওয়ার পাশাপাশি চুরি একটি জামিন অযোগ্য অপরাধ ও বটে।

অপরাধ টির কিছু উপাদানঃ

১। অসৎ উদ্দ্যেশ্য বিদ্যমান থাকতে হবে ।

২। অস্থাবর সম্পত্তি হতে হবে।

৩। অনুমতি ব্যতীত অন্যের সম্পত্তির স্থানান্তর ।

৪। প্রকৃত মালিকের দখলের বাইরে হতে হবে । 

Ø  ✔ দন্ড বিধির ধারা-৩৭৯ অনুযায়ী চুরির শাস্তি হচ্ছে, সর্বোচ্চ ৩ বছরের কারাদন্ড অথবা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন।

Ø  ✔ দন্ড বিধির ধারা ৩৮০ অনুযায়ী যদি চুরি বাস্থান অথবা কোন পাত্র থেকে করা হয় সেক্ষেত্রে সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিত হইবেন।

Ø  ✔ দন্ড বিধির ধারা ৩৮১ অনুযায়ী কর্মচারী বা চাকর যদি তার মালিকের সম্পত্তি চুরি করেন তাহলে তিনি সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিত হইবেন।

Ø  ✔ দন্ড বিধির ধারা ৩৮২ অনুযায়ী চুরি করার উদ্দ্যেশে, কারো মৃত্যুর ঘটানোর, আঘাত, কিংবা আটকের প্রস্তুতি নিয়ে চুরি করা হলে, উক্ত ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিত হইবেন। 


  

ধারা

অপরাধের প্রকৃতি

শাস্তি (দন্ডবিধি/পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী)

৩৭৯

চুরির শাস্তি

সর্বোচ্চ ৩ বছরের কারাদন্ড অথবা অর্থদন্ড অথবা উভয় দন্ড

৩৮০

বাসস্থান অথবা কোন পাত্র (সম্পত্তি সংরক্ষণের স্থান) থেকে চুরি

সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড

৩৮১

কর্মচারী বা চাকর দ্বারা তার মালিকের সম্পত্তি চুরি

সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড এবং অর্থদন্ড

৩৮২

কারো মৃত্যুর ঘটানোর, আঘাত, কিংবা আটকের প্রস্তুতি নিয়ে চুরি

সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড