Recent

"সরকারী কর্মচারী" বা "Public officer"

 

"সরকারী কর্মচারী" বা "Public officer"

"সরকারী কর্মচারী" বা "Public officer" বলতে আইনে কাদেরকে বুঝায়?

দেওয়ানী কার্যবিধির ধারা ২ উপধারা ১৭ অনুযায়ী, 

সরকারী কর্মকর্তা-

ক) প্রত্যেক জজ বা বিচারক 

খ) গনপ্রজাতন্ত্রী রাষ্ট্রের বেসামরিক চাকুরীর প্রত্যেক সদস্য 

গ) রাষ্ট্রীয় চাকুরীতে নিয়োজিত বাংলাদেশের সামরিক, নৌ বা বিমান বাহিনীর কমিশন প্রাপ্ত গেজেটেড কর্মকর্তা

ঘ) আদালতের এমন কোন কর্মচারী, যার কর্তব্য হচ্ছে আইন বা ঘটনাসংক্রান্ত কোন বিষয় তদন্ত বা রিপোর্ট করা, অথবা কোন দলিল প্রনয়ণ করা, সহিমোহর বা সংরক্ষণ করা অথবা কোন সম্পত্তির দায়িত্ব গ্রহণ বা হস্তান্তর করা অথবা কোন বিচার সম্বন্ধনীয় ওয়ারেন্ট জারী করা অথবা কোন শপথ গ্রহণ করানো অথবা কিছু ব্যাখা করা অথবা আদালতের শৃঙ্খলা বজায় রাখা এবং এই সকল কর্তব্যের যে কোনটি সম্পাদনের জন্য আদালত কর্তৃক বিশেষরুপে অনুমোদিত কোন ব্যক্তি।

ঙ) এমন প্রত্যেক ব্যক্তি, যে তার পদাধিকারবলে কোন লোককে আটক করতে বা রাখতে পারেন

চ) এমন প্রত্যেক সরকারী কর্মচারী, যার কর্তব্য হচ্ছে অপরাধ প্রতিরোধ করা, অপরাধ সম্পর্কে খবর দেয়া, অপরাধীগণকে বিচারার্থে হাজির করা, অথবা জনস্বাস্থ্য, নিরাপত্তা,  এবং সুবিধা সংরক্ষণ করা

ছ) এমন প্রত্যেক সরকারী কর্মচারী, যার কর্তব্য হচ্ছে সরকারের পক্ষে কোন সম্পত্তি গ্রহণ, সংরক্ষণ, বা ব্যয় করা অথবা সরকারের পক্ষে কোন জরিপ, হিসাব, বা চুক্তি করা অথবা সরকারের অর্থনৈতিক স্বার্থ সম্পর্কিত যে কোন বিষয়ে কোন রাজস্ব পদ্ধতি নির্বাহ করা বা তদন্ত করা বা প্রতিবেদন দাখিল করা অথবা সরকারের অর্থিক স্বার্থ সম্পর্কিত যে কোন দলিল প্রস্তত, প্রমাণ করা, রক্ষণাবেক্ষণ করা, বা সরকারের অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থে কোন আইনের লঙ্গনকে প্রতিরোধ করা, এবং

জ) কোন সরকারী কর্তব্য সম্পাদনের জন্য নিযুক্ত প্রজাতন্ত্রের সুবিধাভোগী বা বেতনভোগী প্রত্যেক কর্মচারী অথবা যার কার্যের জন্য সরকার ফি বা কমিশন দ্বারা পুরস্কৃত করে থাকে।


[ অনিচ্ছাকৃত ভূল-ত্রুটি ক্ষমাযোগ্য]