Recent

উত্তরাধিকার ( প্রতিনিধিত্বের মতবাদ ) মুসলিম পরিবার আইন অধ্যাদেশ, ১৯৬১ এর ধারা ৪ অনুযায়ী

 

Doctrine of representation



মুসলিম পরিবার আইন অধ্যাদেশ, ১৯৬১ এর ধারা-৪ এ উত্তরাধিকার সম্পর্কিত প্রতিনিধিত্বের মতবাদ (Doctrine of representation) এর বিষয়ে উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, যার বা যাহার সম্পত্তি ওয়ারিশ/ উত্তরাধিকার সুত্রে  বন্টিত হবে, উক্ত বন্টন সম্পন্ন হওয়ার পূর্বে যদি তাহার কোন পুত্র বা কণ্যা মারা যান, সেক্ষেত্রে সম্পত্তি বন্টনের সময় যদি উক্ত মৃত ব্যক্তির কোন সন্তানাদি থাকেন তাহলে তারা প্রতিনিধিত্বের হারে সেই পরিমাণ সম্পত্তি পাবেন, যে পরিমাণ সম্পত্তি তার পিতা বা মাতা জীবিত থাকলে পেতো। 

অর্থাৎ, সন্তানরা তাদের মৃত পিতা বা মায়ের প্রতিনিধিত্ব করবেন এবং পিতা/মাতা জীবিত থাকলে উত্তরাধিকার সুত্রে যে পরিমাণ সম্পত্তি পেত, তার সম-পরিমাণ সম্পত্তি সন্তানাদি পাবেন। 





All publications on this website are only for educational purposes. So if there is any unintentional mistake, please forgive and let me know, so that I can correct it. I always respect and obey the law of Bangladesh.