দেওয়ানী আইনে মামলা স্থানান্তর
দেওয়ানী আইনের ধারা ২২ থেকে ২৫ পর্যন্ত মামলা স্থানান্তর নিয়ে বলা হয়েছে,
দেওয়ানী কার্যবিধির ধারা ২২ অনুযায়ী,২ টি আদালতে মামলার সুযোগ থাকা শর্তে কোন একটি মামলা একটি আদালতে শুরু হলে উক্ত মামলা কে অন্য আদালতে স্থানান্তর করা যায়। বিবাদী চলমান কোন মামালা/মোকদ্দমাকে অন্য আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদন কোন কোর্ট এ করতে হবে সেটির উল্লেখ রয়েছে, দেওয়ানী কার্যবিধির ২৩ ধারায়। ধারা ২৩ অনুয়ায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে, একটি মামলা যদি জেলার জজ আদালত এর অধীন কোন আদালতে চলমান হয়, সেক্ষেত্রে একই জেলা জজ আদালতের অধীনস্থ কোন আদালতে মামলাটি স্থানান্তর করতে হলে উক্ত আবেদনটি করতে হবে জেলা জজ আদালতে।
আবার, যুগ্ন জেলা জজ আদালতে চলমান একটি মামলার মুল্যমান ৫ কোটির বেশী হয়, সেক্ষেত্রে মামলাটি স্থানান্তরের আবেদন করতে হবে উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগে।
একই ভাবে হাইকোর্টে চলমান মামলা স্থানান্তরের জন্য আবেদন করতে হবে আপিলেট ডিভিশন এ।
অর্থাৎ, যেই আদালতে মামলাটি চলমান থাকবে, তার আপীল আদালতে এই স্থানান্তেরের আবেদনটি করতে হবে।
এছাড়া ধারা-২৪ মামলা স্থানান্তরের সাধারণ ক্ষমতা ও ধারা ২৪ (ক) মামলা স্থানান্তরে পক্ষদয়ের উপস্থিতি নিয়ে বর্ননা করেছেন । বর্তমানে ধারা ২৫ এর ব্যবহার নেই।
কি কি শর্ত থাকতে হবেঃ
১। মামলাটি কোন যোগ্য আদালতে বিচারাধীন/মুলতবী অবস্থায় থাকিতে হইবে এবং বিভিন্ন আদালতে দায়ের করার যোগ্য হতে হবে।
২। স্থানান্তর আদেশ প্রদানকারী আদালতের অধীনস্থ কোন আদালতকে মামলা টি পরিচালনা করতে হবে।
৩। স্থানান্তর কৃত আদালতের বিচারিক যোগ্যতা/এখতিয়ার থাকিতে হইবে, এটি হতে পারে এলাকা ভিত্তিক বিচারিক এখতিয়ার / মামলার মুল্য মান ভিত্তিক বিচারিক এখতিয়ার।
৪। স্থানান্তর আদেশ প্রদানের ক্ষেত্রে অবশ্যই আদালত কে সন্তষ্ট করিতে হইবে এই মর্মে যে, মামলা টি স্থানান্তর করা না হলে ন্যায় বিচার ব্যহত হবে, এক্ষেত্রে যথেস্ট প্রমাণ থাকতে হবে।
কি কি কারণে মামলা স্থানান্তরের আবেদন করা যাবেঃ
১। যদি ইহা ন্যায় বিচার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় হয়ে পড়ে বা বিচারককে নিয়ে যদি কোন আপত্তি থাকে, বিচারক ২ একপক্ষ কে বেশী গুরুত্ব দিলে, সেক্ষেত্রে, উক্ত মামলাটি স্থানান্তর করা যেতে পারে, তবে বিচারকের বিরুদ্ধে অভিযোগ প্রমানের জন্য অবশ্যই প্রমাণ থাকিতে হবে, এক্ষেত্রে বিচারকের সকল আদেশ/ প্রতিবেদন গুলো ব্যবহৃত হতে পারে ।
২। বিবাদী যদি অন্য শহরে বসবাস করেন, সেখান থেকে যাতাযাত করা কস্ট সাধ্য অথবা যাতায়াতের আর্থিক কস্ট থাকিলে সেক্ষেত্রে বিবাদী মামলা স্থানান্তরের আবেদন করতে পারবেন।
৩। যদি বিবাদী উক্ত আদালতে মামলা পরিচালনা করার জন্য উপস্থিত হলে বাদী কর্তৃক শারিরীক ক্ষতি, খুন হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মামলা স্থানান্তরের আবেদন করা যাবে ।
৪। যদি আদালত ইচ্ছা কৃত ভাবে মামলা নিস্পত্তি করতে দেরী করে বা প্রয়োজনের বেশী সময় ক্ষেপন করেন, সেক্ষেত্রে মামলা স্থানান্তরের আবেদন করা যেতে পারে।
৫। যদি আদালত উক্ত বিচার করার এখতিয়ার না থাকে, অর্থাৎ, বিচারিক ক্ষমতা না থাকিলে , সেক্ষেত্রে বিবাদী মামলা স্থানান্তরের আবেদন করতে পারবেন। বিচার করার এখতিয়ার/ক্ষমতা বিবেচনা করা হয়, এলাকা ভিত্তিক কিংবা মামলার মুল্যমানের উপর ভিত্তি করে ।
Acknowledgment
All publications on this website are only for educational purposes. So if there is any unintentional mistake, please forgive me and let me know so that I can correct it. I always respect and obey the law of Bangladesh.

Post a Comment