Recent

বাংলাদেশে দেওয়ানী আদালতের গঠন (Civil court structure of Bangladesh)

 

বাংলাদেশে দেওয়ানী আদালতের গঠন (Civil court structure of Bangladesh)

বাংলাদেশের দেওয়ানী আদালত মুলত ৫ ধরনের হয়ে থাকে, ১। জেলা জজ আদালত ২। অতিরিক্ত জেলা জজ আদালত ৩। যুগ্ন জেলা জজ আদালত ৪। সিনিয়র সহকারী জজ আদালত ও ৫। সহকারী জেলা জজ আদালত । এছাড়াও পূর্বে স্মল কজেস কোর্ট নামেও একটি আদালত ছিলো, বর্তমানে যার ব্যবহার খুবই সীমিত। উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগেও দেওয়ানী মামলা মোকদ্দমা গুলোর রীট, রিভিশন, আপীল ইত্যাদি পরিচালিত হয়ে থাকে। পাশাপাশি দেওয়ানী আদালতের নানা ট্রাইব্যুনাল/ বিশেষ আদালত রয়েছে, যেখানে বিশেষ দেওয়ানী মামলাগুলো পরিচালিত হয়ে থাকে।

বাংলাদেশের মামলা পরিচালনার ক্ষেত্রে বিচারকদের বিচার কার্য পরিচালনায় যেমন আবস্থানিক এখতিয়ার রয়েছে, তেমনি প্রতিটি আদালতের একটি নির্দিষ্ট আর্থিক এখতিয়ার রয়েছে। বাংলাদেশে কিছুদিন আগেই বিচারকদের আর্থিক এখতিয়ারে পরিবর্তন আনা হয়েছে। 

বিচারকদের আর্থিক এখতিয়ারঃ 


১। জেলা জজ আদালতঃ আধীনস্থ আদালত সমুহের রিভিশন, আপীলের এখতিয়ার এ আদালতের রয়েছে, যার মুল্য মান সর্বোচ্চ ৫ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ।

২। অতিরিক্ত জেলা জজ আদালতঃ জেলা জজ আদালত কর্তৃক দেয়া মামলাগুলো এ আদালতে পরিচালিত হয়।যার মুল্য মান সর্বোচ্চ ৫ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ।

৩। যুগ্ন জেলা জজ আদালতঃ এ আদালতের আর্থিক এখতিয়ার ২৫ লক্ষ ১ টাকা থেকে শুরু করে অসীম পর্যন্ত ।

৪। সিনিয়র সহকারী জজ আদালত ঃ এ আদালতের আর্থিক এখতিয়ার ১৫ লক্ষ ১ টাকা থেকে শুরু করে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ।

৫। সহকারী জেলা জজ আদালত ঃ এ আদালতের আর্থিক এখতিয়ার ২৫ হাজার টাকা থেকে শুরু করে ১৫ লক্ষ টাকা পর্যন্ত । 

৬। স্মল কজেস কোর্টঃ এ আদালতের আর্থিক এখতিয়ার ২৫ হাজার টাকা এর কম হয়ে থাকে ।


তবে উল্লেখ্য যে, 

আপীল বা রিভিশনের ক্ষেত্রে মামলার আর্থিক মুল্যমান যদি ৫ কোটি টাকার উর্দ্ধে হয়ে  থাকে, সেক্ষেত্রে জেলা জজ আদালতে আপীল না করে সরাসরি উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগে আপীল / রিভিশন করতে হবে। 

স্মল কজেস কোর্টের কোন আদেশ/ডিক্রীর আপীল/রিভিশন জেলা জজ আদালতে করা যাবেনা, সরাসরি উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগে করতে হবে। 


দেওয়ানী আদালতের গুরুত্ব পূর্ন কয়েকটি আইন ও লিংকঃ 


১। The code of civil procedure, 1908 (Click here)

২। The civil courts act, 1887 (Click here)

৩। The court fees act, 1870 (Click here)

৪। The limitation act, 1908 (Click here)

৫। The specific relief act, 1877 (Click here)

৬। The suit valuation act, 1887 (Click here)

৭। The small cause courts act, 1887 (Click here)


বিশেষ দ্রষ্টব্য ঃএই ওয়েবসাইটের সকল প্রকাশনা শুধুমাত্র শিক্ষা কাজে ব্যবহারের জন্য, তাই উক্ত প্রকাশনা সমুহে কোন প্রকার ভূল-ক্রটি থাকিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভূল সম্পর্কে আমাদের কে জানাবেন, যেন আমরা তা সংশোধন করতে পারি। আমরা সর্বদা বাংলাদেশের সকল আইন কানুন কে যথাযথ সম্মান ও মান্য করি। 



আরো পড়তে পারেনঃ 


ভূমি হতে বেদখল হলে করনীয়ঃ https://mahadillb.blogspot.com/2021/09/special-relief-act-1877-section-8-9-42.html
বাংলাদেশে তালাকের নিয়মঃ https://mahadillb.blogspot.com/2021/09/divorce.html

দেওয়ানী আইনে মামলা স্থানান্তরঃ https://mahadillb.blogspot.com/2021/09/transferofsuitr.html